নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সোলেমান (১৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। সোলেমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় বাস শ্রমিক।
সহকর্মীরা জানায়, সে বাসের হেলপার। গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের পরে ঢাকা থেকে এসে তার সহকর্মীদের সাথে ভূঞাপুর উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। তার সাথে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খাদেমুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।