নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৪ এর ৩নং কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন যার আনুমানিকমূল্য নগদ সাত লাখ এক হাজার ৯৮৫ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সে মাদক কারবারির চক্রের সদস্য এবং মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়তই অভিনব কৌশল অবলম্বন করত। ওই নারী রাজশাহী জেলা হতে অবৈধ হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রি করে আসছিল। তিনি আরও বলেন, তাকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।