নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যায় রাস্তা পারের সময় ঢাকাগামী (অজ্ঞাত) একটি বাসের ধাক্কায় আব্দুল মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টার সময় আব্দুল মিয়া রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
তিনি উপজেলার পাকুল্যা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শি জানান, তিনি রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান।
মির্জাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুজ্জামান জানান, সংবাদ পেয়েছি। পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।