মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অর্পনা রাজবংশী (১৮) নামে এক গৃবধু আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে বলে পুলিশ জানিয়েছে। অপর্নার বাবার বাড়ি উপজেলা সদরের আন্ধরা গ্রামে। তার স্বামীর নাম সজল রাজবংশী বলে জানা গেছে। অপর্না তার পিতা-মাতার সাথে সদরের সাহা পাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। অপর্নার পিতার নাম ভরত রাজবংশী। সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন পাশের একটি মন্দিরে যান। এ সময় অর্পনা ছাড়া বাসায় কেউ ছিলেন না। এই ফাঁকে অর্পনা গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সাথে আত্মহত্যা করেন। স্বজনরা বাসায় এসে অর্পনাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ষোষণা করেন। মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, অর্পনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে আত্মহত্যার কারণ জানা যাবে বলে তিনি জানান।