টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে উপজেলা হল রুমে গতকাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহাম্মেদের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তফা আব্দুল্লাহ আল নূরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন লে. কর্নেল কেএম হায়দারুল আলম, ক্যাপ্টেন ফাহিম, অফিসার ইনচার্জ দেলদুয়ার থানা মো. শোয়েব খান, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খান চানখাঁ, সাধারণ সম্পাদক এস এম ফেরদৌস আহমেদ, দেলদুয়ার উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর আব্দুল্লাহ আল মোমেন, দেলদুয়ার উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি.বিআরডিবি’র চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আখিনুর, মুক্তিযোদ্ধা এডভোকেট গোলাম মোস্তফা, দেলদুয়ার উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি আসাদুল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম সম্পাদক নাজমুল, হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা কমিটির সদস্য শান্তি রঞ্জন সোমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।