নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সদর উপজেলায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়াম আক্রান্ত রোগীদের চিকৎসা সহায়তার এককালিন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) সকালে সদর উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলার প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে এ চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ রাজীব, মহিলা ভাইস চেয়ারম্যান ঊষা আকতারসহ অন্যরা।